আমি একটা মেয়ের সাথে রিলেশন এ ছিলাম ১বছর যদিও আমাদের ব্রেকআপ হয়ে যায় আরও ১বছর আগে এখন তার সাথে আমার কোনো যোগাযোগ নাই কিন্তু আমি তাকে কোনো ভাবেই ভুলতে পারতেছি।যদি আমাদের ভিতর কোনো খারাপ রিলেশন ছিল না।কিন্তু আমি ওকে মন দিয়ে ভালোবাসছিলাম তাই ওকে ভুলতে পারছি না ও ছেড়ে যাওয়ার পর আর কোনো মেয়ের প্রতি আর ভালোবাসা জন্মায় নাই আর জন্মাচ্ছেও না।কোনো মেয়ের সাথে কথা বলি না এখন।(কেউ বিয়ে করার পরামর্শ দিয়েন না।এটা সম্ভব না এখন)এছাড়া তাকে ভোলার কোনো উপায় আছে?থাকলে জানাবেন।