Shadiha Yesmin sadman_260 তাইলে ঠিকই করছেন। তবে এখন কষ্ট পান কেন? ওতো খারাপ ছিল, আপনিতো উচিত কাজটাই করেছেন! মন খারাপ না করে কেরিয়ারের দিকে নজর দেন ভাই
Avi Jit আরে মিয়া, পুরুষ হয়ে উঠুন। এসব প্রেম ট্রেম বাদ দিয়া নিজের কেরিয়ারে focus করেন। এমন বহু মেয়ে আপনার পিচনে ঘুরবে
Avi Jit sadman_260 ভাই, নিজে এত হীনমন্যতাই ভুগবেন না! আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন। আপনার ওই শক্তি আছে। শুধু চেষ্টা করেন। আল্লাহ্ ভরসা
Faysal Ahmed sadman_260 আমিও এমন একটা কট খাইচিলাম College এ থাকতে। পরে নিজের কাছে নিজেরে ওয়াদা করচিলাম আর কখনও মেয়েদের পিচনে ঘুরে নিজের টাইম নষ্ট করবো না!
Zeon Amanza sadman_260 এদের business এটাই। কয়দিন থাকবে, টাকা খাবে, লাগলে গোয়ামারা খাবে আর শেষে অন্য আরেকজনের সাথে ভাগবে!