বন্ধ্যাত্ব হলে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে সাহায্য কমনা করতে হবে, সকল অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে, সাধ্যানুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে।
সব সময় আশা রাখতে হবে, আল্লাহ প্রিয় বন্ধু ইব্রাহিম আঃ কে বৃদ্ধ বয়সে সন্তান দিয়ে ছিলো,, তাই আসা হারাবেন না। চেষ্টা চালিয়ে যাবেন...
আপনাকে তিন টি পরমর্শ দিচ্ছি
১)রাতে ৭ ঘন্টা ঘুম নিশ্চিত করা
২)সকালে শরিরে ২০/৩০ মিনিট রোদ লাগানো
৩)প্রতিদিন সাইট্রাস ফল লেবু কমলা মাল্টা যে কোন একটি গ্রহণ করা।
এগুলো অবশ্যই করতে হবে, এর দ্বারা আপনার শরিরের অটোমেটিক সিস্টেম উন্নতি হবে, তখন শরিরের ভাইটাল অর্গান যথাযথ কাজ করবেন, হরমোনের ব্যালেন্স ঠিক থাকবে,, দেন কনসিভ করার চান্স বেড়ে যাবে,,,
শুধু ঔষধের ভরসা করলে সুখবর নাও পেতে পারেন।