আমরা বয়স ২৫+ এবং স্ত্রীর বয়স ১৪ সদ্য বিবাহিত।
আমার স্ত্রী ফোরপ্লে করতে ভীষণ আগ্রহী কিন্তু মিলনের ক্ষেত্রে তার কোন আগ্রহ নেই ।
দুই একবার খেয়াল করলাম মিলনরত অবস্থায় সে ঘুমিয়ে পরে । আবার আমার ক্ষেত্রে দেখা যায় মিলন করতে গেলে দুই একমিনিটের ভিতরই বীর্যপাত হয়ে যায় এমতাবস্থায় আমি মানসিকভাবে ভীষণ সমস্যায় আছি ।
দয়া করে আপনারা আমাকে ভালো পরামর্শ দিয়ে সাহায্য করবেন