তাকে নিয়েই আমি সর্বদা ভাবতাম আর এখনো ভাবি।
সে হয়ত বুঝে তবে সেভাবে কখনোই আমাকে এপ্রোচ করেনি। আর আমিও তাকে কখনোই সরাসরি বলতে পারিনি। তাকে বলার সেই সুযোগ ও নেই। এতবছর তাকে কল্পনায় রেখেই আমি এগিয়েছি।
তবে সমস্যাটা হচ্ছে কিছুদিন ধরে।
একজন মেয়ে আমাকে কোন একটা হেল্প এর জন্য নক করে। এরপর টুকটাক সে আমার সাথে কথা বলত মাঝেমাঝে।আমি নরমালি ই বিষয়টা দেখতাম কারন আমি সেভাবে কখনো ভাবি ই নি যে তার কোন পছন্দ থাকবে বা এরকম কিছু।
তো একদিন সে আমাকে পছন্দ করে এটা বলে এবং তখনই আমি তাকে বুঝাই আমার ব্যাপারে।আমার এই ব্যাপারে আমি তাকে বলি।তাকে আমার সব সমস্যার এর কথাই উল্লেখ করি যেন সে আমাকে ছেড়ে ভালো কাউকে বেছে নেয়।
তবে সে আমাকে বলছে যে সে সব মেনে নিবে এবং মানায়ে নিবে। আমি তাকে বারবার বুঝাই যে সে আমার সাথে ভালো থাকবেনা।সে এমন কারো কাছেই ভালো থাকবে যে তাকে ভালোবাসে।
সে এসব কথা শুনতে পারেনা।সে বলে অন্য কেউ তার জীবনে আসলে সে মারা যাবে এবং সে এই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ।আমি তার সাথে যোগাযোগ বন্ধ করেও দেখেছি।সে খাওয়াদাওয়া বন্ধ করে দেয়।অসুস্থ হয়ে পরে।মানসিকভাবেও ভেঙে পরে।তার বান্ধবি আমাকে এ ব্যাপারে জানায়।আমার আবার তার সাথে কথা বলতে হয়।
সে নাকি কথা না বলে থাকতে পারেনা।দিনে ৫/১০ মিনিট হলেও যেন হয় সে এটা চায়।সে আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে চিন্তা করতে পারেনা আর বলে আমাকে ছাড়া অন্য কাউকে জীবনে আনবেও না।
এমতাবস্থায় আমি কি করতে পারি?
আমি তাকে কখনোই সেভাবে ভাবিনি। নরমাল কথাই হতো। আমি একদিকে এতবছরের One sided ভালোবাসা আরেকদিকে তাকে দেখতে পাচ্ছি। আমি সেই একতরফা ভালোবাসায় আটকে আছি আর সে আমাকে বলছে সে আমাকে বের করতে পারবে সেখান থেকে।
শুধু যেন আমি তার জীবনে থেকে যাই।আমি এখন কি করতে পারি?
উপরের প্রতিটা কথাই সত্য এবং আমি আশা করব আপনারা পুরোটা পড়ে যুক্তিযুক্ত একটা সমাধান দিবেন।