আদাব, আমি খুব মানসিক সমস্যার মধ্যে আছি।
আমার সাত বছরের সম্পর্ক ছিল। সে আমাকে পাগলের মত ভালোবাসতো।
আর আমিও। আমার বাবার ও খুব ভালোবাসার ছিলো সে।
প্রথম থেকে তার পরিবার আমাকে তেমন পছন্দ করে নি। কিন্তু আমার পরিবার তাকে পছন্দ করত। আমি পরিবারের বড় মেয়ে। আমার ছোট ভাই আছে। আমার বাবা 2023 সালে মারা গেছেন হঠাৎ করেই।
আমি খুব কষ্ট করে পরিবার চালিয়েছিলাম। 2024 এ আমার ভালোবাসার মানুষ এর সাথে বিয়ে হয়। তার পরিবারের সাথে প্রথম থেকেই কিছু সমস্যা হচ্ছিল। সে খুব সাপোর্টিভ ছিলো। কিন্তু আমার ভাগ্য খারাপ।
সে 3 মাস 26 দিনের মাথায় সে বাইক এক্সিডেন্ট এ মারা যায়। মারা যাওয়ার 1মাস আগে আমার পরীক্ষার জন্য বাপের বাড়িতে গিয়েছিলাম। যেদিন এক্সিডেন্ট করে ওইদিন ই আমার পরীক্ষা শেষ হয়।
আমি প্রেগনেন্ট। 5 মাস চলে। মানুষ টা কে খুব মনে পড়ে। বিয়ের পর সমস্যা পারিবারিক সমস্যা থাকায় আমি এখন তাদের সাথে তেমন মিশতে পারি না।
খুব ইন্সিকিউরিটি কাজ করে।
ভালো লাগে না। আমার মা ও খুব অসহায়। আমার কেউ নেই! খুব একা লাগে। আমার মনে ওর জন্য খুব কষ্ট জমে আছে। কোনো কিছুতেই শান্তি পাই না। ও এত টাই ভালো যে আমার কখনও বিয়ে করার ইচ্ছা নেই