আমি আসলে একজন ছেলে। বয়স ২১, বলতে গেলে একজন তরতাজা যুবক।
কিন্তু আমার একটা বাজে অভ্যাস আছে।
যেখানে যা দেখতাম, সুযোগ পাইলে সেটাই চুরি করে নিয়ে আসতাম।
আমার ধারনা মতে এখন পর্যন্ত প্রায় ৫০০+ যায়গা থেকে বিভিন্ন জিনিস আমি চুরি করছি। এমনকি যদের ঘর থেকে চুরি করছি, তাদের নামও পর্যন্ত ভুলে গেছি।
চুরি করা জিনিসের মধ্যে আছে ছোট ছোট ব্যাটারি, লাইট, খেলনা গাড়ি-- মোটকথা সব ধরনের ইলেকট্রনিকস জিনিস পাতি।
আমার ছোটবেলা থেকেই এসবের প্রতি প্রচুর ঝোক ছিলো।
গত বছর থেকে আমি এগুলা ছেড়ে দিয়েছি। কিন্তু অনুতাপ বোধ আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে।
আমি জানি পরকালে আমায় এর কঠিন জবাবদিহিতা করতে হবে। আমি আসলেই লজ্জিত এবং অনুতপ্ত।
কি করতে পারি এখন? যদের কথা মনে আছে তাদের থেকে ক্ষমা চেয়ে নিবো? আর যাদের কথা মনে নেই, তাদের ক্ষেত্রে কি করবো?
আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করেন প্লিজ😑🥺