কোনভাবেই রাগ কন্ট্রোল করতে পারি না।।
এমনিতে আমি খুবই শান্ত। আমার বড় মেয়ের ৮+ বছর। আমি তেমন রাগ করতাম না আগে ওর উপর।।৷ কিন্তু ইদানীং কেমন যেন রিয়্যাক্ট করে ফেলি। এমন না যে খুবই এগ্রেসিভ হয়ে যাই বা হাত তুলি কিন্তু আগের মতো শান্ত থাকতে পারি না।।।
আমার হাজবেন্ড একজন প্রবাসী। আগে ওর সাথে কখনও রাগ করতাম না।। কখনও ৫ মিনিটের জন্য ও রাগ করি নাই। কিন্তু এখন ও সময় দিতে না পারলে আমি খুবই রিয়্যাক্ট করি।
ইচ্ছে করে কথা বলব না। মাঝে মাঝে মোবাইল অফ করে দিই। কিন্তু ১৫/২০ মিনিট পরে আবার নিজেরই অনুশোচনা হয়।।।
মাঝে মাঝে খুব কান্না পায়।। কেন কান্না পায় তা নিজেও বুঝিনা।। ইচ্ছে করে একা একা কোথাও হাঁটি।।।।নিজেকে সময় দেই।।।
উল্লেখ্য যে, আমি প্রায় ১ বছর ইনফার্টিলিটি পেশেন্ট ছিলাম। যদিও কোন সমস্যা ধরা পরে নি তবুও ১ বছর ওষুধ খেয়েছি কনসিভের জন্য।।
কিংবা হতে পারে প্রেগন্যান্সিকালিন হরমোনের কারনে আমার এমন হচ্ছে। যে কারনেই হোক না কেন, আমি জানতে চাচ্ছি আমি এখন কি করব?