সমসাময়িক অবস্থা সম্পর্কে আপনারা সবাই ই সচেতন আছেন জানি!
কিন্তু আমার মত হতভাগা কে কে আছেন জানি না। খুব ইচ্ছা করে দেশের এই দূর্দশায় নিজেও আন্দোলনে গিয়ে দাঁড়াই।
কিন্তু পারছি না।
বাবা-মা ঘর থেকে এক বিন্দু লড়তে দিচ্ছে না। এমনকি আমি চাইলেও পারবো না।
কেন জানি আমার সেই কলিজাটা নাই যা সবার আছে। এই যে ১০০০+ যুবক মারা গেলো, তাদের সাথে অনেক সময় গভীর রাতে নিজেকে মিলানোর চেষ্টা করি।
তারা দেশকে কত কিছু দিয়েছে, জীবনটাও পর্যন্ত দিয়ে দিছে!
আর আমি?
কাপুরষ, অভাগা আর হাত-পা বাঁধা! এমনকি ফেসবুকে একটা পোস্ট দিতেও ভয় পাই যদি আমার আসে-পাশের মানুষ জানে আমি সরকার বিরোধী কথা বলছি! যদি আমায় পুলিশ ধরে নিয়ে যায়?
কি হবে আমার পরিবারের?
আচ্ছা আপনারা যারা এই আন্দোলনে যোগ দিতে পারেন নাই, তারাও কি আমার মত আফসোস করেন?