প্রথম মিলনের পরে যোনি থেকে সামান্য রক্তপাত হওয়াটা স্বাভাবিক।
বেশিরভাগ সময় এটা হাইমেন ছিঁড়ে যাওয়ার কারণে হয়। তবে আপনার যোনি জ্বালাপোড়া এবং পেটে ব্যথার যে কথা আপনি বললেন, তার বেশ কয়েকটি কারন রয়েছে।
এর কারণ হতে পারে:
- সংক্রমণ: হয়তবা আপনাদের মিলনের সময় যোনিতে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা অন্য জীবাণু প্রবেশ করেছে। যার কারনে এমন হচ্ছে।
- অপর্যাপ্ত তৈলাক্তকরণ: তাছাড়া মিলনের সময় পর্যাপ্ত তৈলাক্তকরণ না হলে ঘর্ষণের ফলে যোনিপথে ক্ষত বা আঘাত হতে পারে। এতে ব্যথা এবং জ্বালাপোড়া হতে পারে।
এখন কি করবেন?
যদি এখন ভালো হয়ে যায়, তাইলে আর কিছুই করার নাই। আর যদি এখনো একই অবস্থা থাকে, তাইলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
আর তাছাড়া একটা কথা হল, মিলনের আগে এবং পরে অবশ্যই যোনিপথ ভালোভাবে পরিষ্কার রাখুন। এবং মিলনের সময় পর্যাপ্ত তৈল ব্যবহার করুন। এতে ঘর্ষণ কমে যোনিপথে আঘাতের সম্ভাবনা কমবে।
আপনার শেষ প্রশ্নের উত্তর হল,
প্রথম মিলনেই গর্ভধারণের সম্ভাবনা থাকে। যদি আপনি গর্ভনিরোধক ব্যবহার না করে থাকেন, তাহলে গর্ভধারণের সম্ভাবনা বেশি। আপনার যদি মাসিকের দেরি হয় বা অন্য কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে আপনি চাইলে গর্ভাবস্থা পরীক্ষা করতে পারেন।