আপনি কি সত্যিই পড়াশুনা করতে চান নাকি আবেগের বসে এই প্রশ্ন করে বসেছেন? যদি সত্যই করতে চান আর মোবাইলের আসক্তি থেকে মুক্তি পেতে চান তবে আপনাকে আমি বলব প্রথমে একটি খাতাই লিখুন যে ফোনটি না থাকলে আপনার কি কি কি সুবিধা হবে। এরপর আপনি আপনার স্মার্টফোনটি বিক্রি করে দিন বা এমন কারও কাছে দিয়ে দিন যে আপনাকে চাইলেও ফোনটি
আপনার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার আগে দিবে না। এরপর মন দিয়ে পড়াশুনা করুন।
এখন আপনি বলবেন যে, ফোন না থাকলে যোগাযোগ করবেন কিভাবে?
তারও সমাধান কয়েছে, একটি নরমাল নকিয়া ফোন নিয়ে নিন, যা দ্বারা কল আর মেসেজিং ছাড়া আর কিছু করা যায় না। এর ফলে দেখবেন আপনার সারাদিনের অনেকটা সময় পাবেন পড়াশোনা করার জন্য।
এরপর আপনি বলতে পারেন, ফেসবুক/ হোয়াটস এ্যাপে বন্ধুদের কাছ থেকে সিট-সাজেশন নিতে হয়, ফোন না থাকলে নিব কিভাবে?
বন্ধুদের কল দিয়ে খাতায় নোট করে নিন, এতে আপনার খাতায় নোট করা বিষয়টি মাথায় সহজেই ঢুকে যাবে। তাছাড়া বন্ধুদের সাথে সরাসরি দেখা করে গ্রুপ স্টাডির মাধ্যমে নিন, ফলে বিষয়টি চর্চাও হয়ে যাবে।
মোট কথার এক কথা, ইচ্ছাশক্তি প্রখর থাকতে হবে, তাহলেই সমাধান পেয়ে যাবেন।