আমি অনার্স প্রথম বর্ষের একজন স্টুডেন্ট ৷ ফোনে আসক্তির চরম পর্যায় বলে যদি কিছু থেকে থাকে তাহলে আমি মনে হয় সেটাও পার করে ফেলেছি ।
এত এত এত বেশি মোবাইলে আসক্ত যে এখন আমার মোবাইল ছাড়া এক সেকেন্ড থাকা মানে মৃত্যুর সাথে লড়াই করা এরকম মনে হয় ।
স্বাস্থ্য, চেহারা, পড়াশোনা, খাওয়া-দাওয়া, সব কিছু নষ্ট করে ফেলেছি ।
ফোনে যে সারাদিন কারো সাথে চ্যাটিং করি বিষয় টা তেমন না । আমার ফেসবুকে কোনো ফ্রেন্ড নেই । অন্যান্য সোস্যাল প্লাটফর্ম গুলোতেও কারো সাথে কানেক্টেড না ।
আমি সারাক্ষণ বিভিন্ন ভিডিও,রিলস,দেখে সময় পার করি ।
কারো সাথে মিশিও না, আড্ডাও দেই না বাসা থেকে খুব দরকার ছাড়া বের ও হই না । এমনকি পরিবারের মানুষ গুলোর সাথেও ঠিক মতো কথা বলি না । দিন দিন আমি মানসিক রোগীতে পরিনত হচ্ছি ।
সামনে পরীক্ষা পড়াশোনা তেও মনোযোগ দিতে পারছি না । একসময় কত ভালো স্টুডেন্ট ছিলাম আর এখন.......😅😅 নিজের দিকে নিজেই তাকাতে পারি না ।
আমি বুঝতে পারি যে আমার সকল সমস্যা ফোন কে নিয়েই তৈরি হয় । তবুও আমি এটা ছাড়তে পারছি না ।
আমি এই অবস্থা থেকে কি ভাবে বের হয়ে আসতে পারি?? প্লিজ সবাই সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করবেন এবং কেউ বাজে কমেন্ট করবেন না ।