The Bear আজ থেকে এক বছর এর মত হবে,সেই সময় লিঙ্গের পাশের উরাতে দুই পাশের কালো হয়ে যায়,প্রথম প্রথম গুটি গুটি হয়ে ছিল,পরে চুলকাতো,এখন ছড়িয়ে গেছে,এখন আর চুলকায় না।মলম দিয়েছিলাম কিন্তু ঠিক হয় নাই,এই নিয়ে কি কোনো সমস্যা হবে?
Avi Jit The Bear ভাই, আমার বাম রানেও একি সমস্যা হইছিল যখন আমি ক্লাস ১০ এ পড়ি। ওইসময় Favicon দেওয়ার পর ভালো হয়ে গেসিল। কিন্ত কালো দাগ রয়ে গেসে। আজ পর্যন্ত কোন সমস্যা হই নি আমার। আশা করি আপনার ও হবে না। আর বেশি চিন্তা লাগলে অবশ্যই আপনার বাড়ির কাছের ডাক্তারের সাথে এই বেপারে কথা বলে নিবেন।
D. Anwarul Islam ভাই, প্রথমে চুল্কানর পর যদি এটা এখন কালো আকার ধারন করে, এবং এখন আর না চুলকায় তবে এটা একজিমা জাতীয় রোগ। আপনার উচিত হবে একজন ডাক্তারের সাথে কথা বলে একজিমার একটা মলম ম্বেবহার করা। আর তাছাড়া এখন যেহেতু চুলকায় না, তাইলে ওইরকম চিন্তিত হওয়ার কারন নাই ভাই। জায়গাটা পরিষ্কার রাখুন এবং মাজে মাজে কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করতে পারেন
Abdul Kader এটা নিয়া এত চিন্তার কিছুই নাই ভাই। যদি না চুলকায় বা আর গুটি গুটি গোটা না উঠে, তাইলে আর চিন্তা করার দরকার নাই
Manik Haldar এখন আর না চুল্কালে সমস্যা নাই। এগুলা সাধারন জিনিষ। আমারও লিঙ্গের দুই পাশে কালো হয়ে আছে, কই আমার তো কিছুই হয় নাই! 🫤