( অন্যের হয়ে পোস্ট)
আমি ২৬ বছর বয়সী একজন নারী।বিয়ে হয়েছে ৪ বছর।৩ বছরের একটা বেবিও আছে।শুনেছি বিয়ের বয়স বাড়লে মেয়েদের শারীরিক চাহিদা ধীরে ধীরে কমে।কিন্তু আমার ক্ষেত্রে উলটো।বিয়ের প্রথম থেকেই সেক্স চাহিদা প্রচন্ড।এখনো সেই আগের মতোই।কিন্তু চাকরি সূত্রে দুইজন দেশের দুই প্রান্তে থাকি।রাতে ঘুম আসে না।মাসে সে একবার আসতে পারে।আমার অর্গাজম হতে দেরী হয় বলে সে বিরক্ত হয়।দিনে আমাদের ৩/৪ বার মিলন হয়।কিন্তু প্রতিবারই আমার দেরী হয়।তার টাইমিং মোটামুটি ১০/১৫ মিনিট। যথেষ্ট ফোর প্লেও করে।কিন্তু আমার কোনো কামরস আসে না।আমি ফিলিংস পাই।অর্গাজম হওয়ার পরেও খুব কম কামরস বের হয়। মাসের মধ্যে সে ২ দিন এসে থেকে গেলে চাহিদা আরো বেড়ে যায়।কিচ্ছু ভালো লাগে না।পাগলের মতো হয়ে যাই।নামাজ ঠিকমতো পড়ি,কুরআন শরীফ পড়ি তবুও হয় না।এটা কি আমার কোনো সমস্যা?আমার হাজব্যন্ড বলে আমার নাকি মানসিক সমস্যা।সব রকম ভালো খাদ্য খাবার খাওয়া বাদ দিয়েছি।খেলে আরো ইচ্ছে বাড়ে।হাজব্যন্ডকে ছাড়া ১ দিন থাকতে ইচ্ছে হয় না।ইদানিং জিনা ব্যভিচারে জড়িয়ে পড়ার আশংকা হচ্ছে।কি করতে পারি?হাজব্যন্ড বলছে সেক্স কমানোর হোমিও ওষুধ খেতে।সেক্স কমানোর জন্য কি হোমিও ওষুধ খাওয়া যাবে?এ-র কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি?ভয় হচ্ছে সেক্স কমানোর ওষুধ খেলে পরে যদি সেক্স এ-র আগ্রহ আবার একেবারেই কমে যায়!প্লিজ কেউ সমাধান দিন আমি কি করতে পারি।