আপনি খেয়াল করবেন শেষের দিকে যখন আপনার স্ত্রী আপনাকে চেপে/ খামচি দিচ্ছে অথবা দীর্ঘ গরম নিঃশ্বাস ফেলছে অথবা আপনাকে খুব করে সহযোগিতা করছে(নিজের হিপ উঁচু করে ধরা) অথবা সেক্স করার পর হালকা খুশি চোখ কিছুক্ষণ বন্ধ করে রাখছে। সবশেষে আপনার সব কথা/ আদেশ সুন্দর ভাবে মেনে চলছে, তাহলে ভাববেন তার অর্গাজম স্বাভাবিক ভাবেই হয়। অবশ্যই ফোরপ্লে করে নিবেন আগেই।সময় নিদৃষ্ট নয়।