ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল সংক্রমণ।
ভিটামিন ডি, ই এর অভাব,
হরমোনের তারতম্যের কারণে ত্বকের শুষ্কতা, এলার্জি, শিশুকে স্তন্যদান, স্তন ক্যান্সার ইত্যাদির কারণে নিপল ফাটতে পারে।
করনীয়: সঠিকভাবে শিশুকে স্তন্যদান, নিয়মিত স্তনের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, খাবারের মধ্যে ভিটামিন ডি, ই, সি জাতীয় খাবার বেশি করে খাওয়া।
এলার্জি জাতীয় খাবার বা সাবান জাতীয় বস্তু এড়িয়ে চলা।
ফাটল দেখা দিলে অলিভ অয়েল, নারকেল তেল অথবা ভ্যাসলিন ব্যবহার করা।
এসবের মাধ্যমে নিপলের ফাটল প্রতিরোধ করা সম্ভব।
তবে নিপলের ফাটল যদি দীর্ঘস্থায়ী হয় সাথে ব্যথা, ফোলা ভাব, পুঁজ,রক্তপাত বা নিপলের আকারের যদি কোন পরিবর্তন ঘটে তাহলে অতিসত্বর ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।