Akash Khan আবেগ কমে যাওয়া, যত আপনই হোক কাউকে গভীরভাবে ভালোবাসতে না পারা এগুলো কী মানসিক সমস্যা? বেশ কিছুদিন যাবত ব্যাপারটি নিয়ে চিন্তিত আছি।
Ahad Abdullah আমার নিজেকে এমন মনে হয়,যত আপন মানুষই হোক তাদের প্রতি এক্সট্রিম ভালোবাসা ফিল করি না। কেউ আমার জন্য কষ্ট পাচ্ছে দেখলেও খুব সহজে তার প্রতি সহানুভূতি জাগে না।কেন এমন হয় বুঝতে পারি না,চিন্তাও হয় এর জন্য।
Raihan Ahmed Ahad Abdullah আপনি হয়ত খুবই বিরল প্রজাতির প্রাণী যেটা মঙ্গল গ্রহ ছাড়া দেখা যায় না। হয়তবা আপনি ভুল করে এই পৃথিবীতে চলে আসছেন🥱🤐🤡
Raihan Ahmed ভাই, আবেগ দিয়ে জিবন চলেনা আবার,,,,, আবেগ ছারাও কিন্তু জিবন চলে না,,,,,,,,, কাছের মানুষের প্রতি দায়িত্ব কর্তব্যের পাশাপাশি ভালোবাসুন,,,,,, কারন সবাই কিন্তু আপনার টাকার কাঙাল না কেউ কেউ আপনার ভালোবাসা পাওয়ার কাঙাল
Abbas Uddin দায়িত্ব নেওয়াটাই ভালোবাসা। দায়িত্ব যে নিয়েছে, সে ভালোবেসেই নিয়েছে। এগুলো নিয়ে শুধু শুধু চিন্তা করার কোন মানেই নাই🙂