নাইম Hello নাইম!
আমি ড. আনোয়ারুল ইসলাম Bangla X থেকে!
প্রথমত এই বিষয়টা খুবই সাধারণ, এবং প্রায় সকল পুরুষ-মানুষই (যেমন আমি বা আপনি) এই জিনিটা সমন্ধে জানেন।
এটা নিয়ে তেমন কোন চিন্তাভাবনা করার প্রয়োজনই নাই।
কিন্তু এটা কেন হয়?
আমেরিকার খুবই নামকরা দুইটি প্রতিষ্ঠান (Medlineplus.gov এবং Maleinfertility.org) গত কয়েকবছর আগে পুরুষের যৌনাঙ্গের গঠন-প্রনালি নিয়ে একটা রিসার্চ করেছিল।
ফলাফল হিসাবে তারা বলেছিলো যে, একজন পুরুষের লিঙ্গ সাধারণত ৩টি কারণের জন্য আকার পরিবর্তন করে।
প্রথম এবং সবচাইতে মূল কারন হলো: রক্তপ্রবাহের পরিবর্তন।
আপনি যখন উত্তেজিত হন, বা যখন আপনার মধ্যে যৌন আকর্ষণ শুরু হয়, তখন শরীরের অন্যান্য অংশের মতই আপনার লিঙ্গের মধ্যেও রক্ত চলাচল বৃদ্ধি পায়।
আর এটা এত বেশি পরিমান হয় যে, যৌনাঙ্গের যে সকল টিস্যু আছে, সবগুলাই ২-৩ গুন ফুলে উঠে এবং লিঙ্গ মোটা-তাজা হয়ে উঠে!
কিন্তু যখন উত্তেজনা কমে যায় বা শরীর শিথিল অবস্থায় থাকে, তখন রক্তপ্রবাহ কমে গিয়ে লিঙ্গের আকার ছোট হয়ে যায়।
তাছাড়া, শারিরীক এবং মানষিক অবস্থাও এর জন্য দায়ী!
মনে করুন, আজ সারাদিন আপনার অফিসে কাজ ছিল।
কাজ শেষে আপনি বাড়িতে আসলেন বিকাল ৪ টা বা পাঁচটার দিকে এবং এরপর আপনি খাওয়া-দাওয়া করে বিশ্রাম নিলেন।
তখন কিন্তু আপনার শরীর প্রচুর ক্লান্ত!
এখন চিন্তা করেন, ওই সময় কি আপনার লিঙ্গ মোটা-তাজা থাকবে নাকি শুকনো চিঁড়ার মত থাকবে?
অবশ্যই শুকনো চিঁড়ার মত থাকবে।
কারন কি?
কারন হল আপনি ক্লান্ত, আপনার শরীরে এখন কোন ধরনের যৌনাকাঙ্ক্ষা নেই এবং আপনি এগুলো ভাবতেও চান না।
তাছাড়া, পরিবেশের তাপমাত্রার উপরও লিঙ্গের সাইজ নির্ভর করে। এজন্যই দেখবেন শীতকালে আপনি টেনেও আপনার লিঙ্গকে গর্ত থেকে বের করতে পারবেন না।
তাই, এটা নিয়ে চিন্তা করবেন না!