প্রথমত নিজের ফেরেস্তার মতো সন্তানের প্রতি এমন অবিচার করা থেকে বিরত থাকুন। আর ওই ব্যাটাকে ব্যাটার মতো করেই থাকতে দিন কিছুদিন।
একদম কথা কমিয়ে দেন।
যদি সম্ভব হয়, আপনার পরিবারের কার ও সাথে কথা বলুন, তারা অই লোকের পরিবারের সাথে কথা বলুক। একসাথে বসে সমস্যা বের করে সমাধানের চেষ্টা করুন।
কি করলে শান্তি মিলবে, এই প্রশ্নের উত্তর খুব গভীর। নিজের সন্তানকে পর না আপন করে ওকে সময় দিন, সুশিক্ষা দিন, সন্তানের হাসিখুশি ভরা জীবন দেখলে, একজন মা হিসেবে আপনার মনে শান্তি আসবেই।
পারিবারিক অশান্তি অনেক খারাপ জিনিস কিন্তু তবুও নিজের প্রায়োরিটি নিজের সন্তান, নিজের প্রতি নিয়ে আসেন। নিজের যত্ন নিন। বই পড়েন, ভালো খাওয়া দাওয়া করেন।
প্রাথমিক পর্যায়ে এসব করে দেখতে পারেন।
আর যদি সম্ভব হয়, ওই লোককে নিজের পরিস্থিতির কথা নিজেই বলুন, অবশ্যই ঝামেলা ঝগড়া করে না। একদিন একটু বের হন একসাথে, তারপর বলুন নিজের দিক টা ক্লিয়ার করেন।