আমি একজন মেয়ে। বয়স ২৬.
আমার একজন কে ভাল লাগে, বয়স ৩০. অনেক বছর ধরেই, সেও পছন্দ করে শুরু থেকেই।
কিন্তু সমস্যা হইলো আমার ফ্যামিলি তাকে পছন্দ করবেনা, কারণ বেকার আর সে পড়াশুনায় ও আমার সমমান না ।
আমি তাকে ভুলার অনেক চেস্টা করছি কিন্তু ভুলতে পারিনা।
প্রব্লেম হইলো আমাদের ভিতর বার বার যোগাযোগ অফ হয় ৬/৭ মাস আবার যোগাযোগ হয়। এখন বুঝতেসিনা আল্লাহ কি চায়। অনেকবার বিয়ে করবো প্লান করেও বিয়ে পর্যন্ত যেতে পারছিনা কেউ। অনেক চেস্টা করেছি এখান থেকে সরে আসার। সে আমাকে অনেক ভালও বাসে। তার বাবা নাই। ফ্যামিলিতে মা আর বোন।
বোনদের বিয়ে হওয়ায় যে যার সংসার নিয়ে ব্যস্ত। মা মরে গেলে ভাইকে দেখবে বলে আমার মনে হয়না। অনেক টা স্বার্থপর টাইপের।
অন্য কাউকে যে বিয়ে করবো বার বার মনে হয় আমি ভুল করছিনা তো?! আমার তার জন্য খারাপ লাগে। মনে হয় যে, তার মা এর কিছু হলে আমার পর আর কেউ তার খেয়াল করবেনা। ৭/৮ বছর ধরে এমন সিদ্ধান্ত হীনতা নিয়ে কোনোরূপ আছি বেচে। সেও যথেষ্ট ভাল, আমার সাথে কখনো খারাপ কিছু করার চেস্টাও করেনাই।
বলেও নাই। আমি তাইই তাকে বেশি পছন্দ করে ফেলেছি কারণ এ যুগে এইসব নোংরামি ছাড়া কোনো পুরুস কথা বলেনা কারো সাথে।
(আমাদের ভিতর কথা বলা ছাড়া কোনো খারাপ কিছু ঘটে নাই, দয়া করে না বুঝে কেউ খারাপ মন্তব্য করবেন না) আমার বিবেক আমাকে প্রশ্নবিদ্ধ করছে!
আমার কি করা উচিত? আল্লাহ কি চায়? আমাকে ইসলামীক দিক দিয়ে সাজেশন দিবেন প্লিজ।
আমি বুঝতেসিনা আমি আসলেই ভুল করছি নাকি!?