Monirul Islam এখন আসলে আমার কি করা উচিত? তাকে ক্ষমা করে উচিত হবে? নাকি অন্য কিছু করবো? প্লিজ কেও সাহায্য করেন
Avi Jit যদি এক্সট্রিম পর্যায়ে না গিয়ে থাকে। মানে দুইজনের এখন পর্যন্ত দেখা হয়নি। দুইজন নরমাল কথাবার্তা বলেছে। ফোনে বা চ্যাটে তাহলে মাফ করে দিন।যদি দেখা করে অনেক খারাপ কিছু করে থাকে, ছেড়ে দিন।
Faysal Ahmed যে একবার করে সে বারবার করবে৷ সে যদি আপনাকে ভালোবাসতো তাহলে এমন করতে পারতো না৷ শিওর থাকেন এখন মাফ করবেন তো পরে আবার করবে
Monirul Islam আপনারা নানান মানুষ নানান কথা বলছেন। আসলে তার এমন কাজ করার কারন হচ্ছে আমার অবহেলা। আমি সংসার সামলানোর বিষয় নিয়ে এতো ব্যাস্ত ছিলাম যে তার দিকে নজরই দিই নি। আমার বেশির ভাগ সময়ই দুরেই থাকতে হয়েছে। কিন্তু সে এখন অনুতপ্ত। ইসলাম এ ব্যাপারে আমাকে কি করতে বলে? ডিভোর্স তো কোন সমাধান হতে পারে না। এতে তার আমার দুজনের জীবনই নষ্টের পথে চলে যাবে। আমি একটি সমাধান চাচ্ছি। দয়া করে কেউ আমাকে সঠিক পরামর্শ দিন।
Mahinur Aktar Monirul Islam এডজাস্ট করে নেন ছেলেরা পরকিয়া করে ধরা খেলে সমাজ, পরিবার তথা সবাই বলে এডজাস্ট করে নাও মানিয়ে নাও। তাহলে মেয়েদের বেলায় ডিভোর্স কেনো?🙄🙄
Zeon Amanza পরকীয়া করা নারীদের অধিকার 🥱🫤 মেনে নিন তাকে।😊 আর নয়ত তার পা*ছা*য় বড় মোটা কলা গাছ ঢু*কে দিন।
Rabeya Akter আমার যা মনে হয়, তা হল সে হয়ত আরো অনেক বড় কিছু করেছে। একারনে আগে ভাগে ক্ষমা চেয়ে নিচ্ছে। ভালো ভাবে যাচাই বাছাই করেন আগে, তারপর Decision নেন
Mahia Mahi আমি নিজে যদিও মেয়ে, তবুও অন্যায়ের পক্ষে আমি সাফাই গাই না। ছেলে হোক বা মেয়ে, যে অন্যায় করে সে শাস্তি পাবেই। এখন ক্ষমা করে দিলে সে পরে আবারো অন্যায় করে ক্ষমা চাইবে। তখন কি করবেন? তাই চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন