আমি নতুন বিয়ে করেছি, আমাদের বিয়ে হয়েছে ২১ দিন হলো, আমাদের এরেঞ্জ ম্যারেজ।
আমাদের যখন বিয়ের ব্যাপারে কথা হয় তখন আমি আমার হবু স্ত্রীর সাথে কথাবার্তা বলার চেষ্টা করি, নিজেদেরকে জানার জন্য, কিন্তু সে আমাকে জানাই যে ধর্মীয় লিমিটেশন এর কারনে সে বিয়ের আগে আমার সাথে কথা বলতে পারবে না।
তখন আমি তাকে এটা বুঝানোর চেষ্টা করি যে বিয়ের উদ্দেশ্যে পর্দার মধ্যে থেকে নিজেদেরকে জানার ব্যাপারে ইসলামে অনুমতি আছে, কিন্তু তবুও সে একটু জোরাজোরি করে, পরে আমি আর বেশি বাড়াবাড়ি করিনি তার সাথে কথা বলার জন্য।
এরপর আমাদের বিয়ে হয়, বলে রাখি আমাদের থেকে শিক্ষাগত, সামাজিক দিক থেকে তারা একটু নিচে।
বিয়ের পরে প্রথমদিন থেকেই আমি লক্ষ করলাম যে আমার স্ত্রী অনেক কম কথা বলে, প্রথমে ভেবেছিলাম যে হয়তো একদম অপরিচিত একজনের সাথে বিয়ে হয়েছে তাই হয়তো একটু সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে খেয়াল করলাম যে সে মুলত খুব বেশি প্রয়োজন ছাড়া কোনো কথায় বলে না, আমি কোনো গল্প করতে চাইলে সে শুধু "হ্যা", " আচ্ছা" এগুলা ছাড়া নিজে কোনো কথায় বলেনা, একটা বাড়তি বাক্য না।
নতুন বিয়ে হয়েছে স্বাভাবিক ভাবেই আমি চাইছি তার সাথে একটু মিশতে, একটু বন্ধুত্ব করতে, একটু মনের মিল করতে, কিন্তু তার পক্ষ থেকে একদম শুন্য রেস্পন্স, আমি যতো মূল্যবান কথায় বলিনা কেন, তার কোনো আগ্রহ নেই বলা চলে, একদম অনুভূতিহীন।
এমনকি রাগ করলেও না, বকা দিলেও না, তাকে ভালো মন্দ কিছু বললেও না।
আমি মাঝখানে একটু রাগারাগি করেছি, কেন সে এমন, তখন সে আমাকে বলে দিয়েছে সে এমনই।
এখানে উল্লেখ্য যে তার পুর্বে কোনো সম্পর্ক নেই, এমন কোনো কারন নেই।
তবে বিয়ের পরপরই আমার শশুরবাড়ী থেকে কয়েকজনকে একই কথা বার বার বলেছে যে সে একটু কম কথা বলে, তুমি একটু মানিয়ে নিয়ো, তখন আমি বুঝিনি বিষয়টা আসলে এমন।
আমি ইউনিভার্সিটি শেষ করে এখন ভালো পজিশনে জব করি, আলহামদুলিল্লাহ। অনেক মিশুক, এবং গল্প আড্ডা পছন্দ করি, কবিতা, কাব্য গান এগুলা পছন্দ করি এমনকি নিজেও চর্চা করি, কিন্তু আমার জীবনসঙ্গিনী এমন আমি মেনেই নিতে পারছি না, যায় দুই একটা বিষয়ে একটু আধটু কথা হয়ছে তাতে এটা বুঝলাম যে আমারা দুজন আসলে দুই মেরুর মানুষ।
এখন আমার কাছে এখন বারবার মনে হচ্ছে এখানে বিয়ে করাটাই ভুল হয়েছে, কোনো ভাবেই স্ত্রীর প্রতি পজিটিভ চিন্তা আনতে পারছি না।
কি করতে পারি যদি কেও একটু পরামর্শ দেন খুব উপকার হবে।