Rabeya Akter Hello, আমি Bangla X থেকে ডাক্তার মোহাম্মাদ আনোয়ার
যে বিষয় সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন, এটা আজ-কাল-কার ছেলে-মেয়েদের মধ্যে খুবই স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। (বিশেষ করে যারা Porn Video দেখে)
অনেকেই এটাকে কাম-উত্তেজনা চরম পর্যায়ে নিয়ে যাওয়ার অন্যতম এক হাতিয়ার মনে করে থাকেন।
কিন্তু বাস্তবতা ভিন্ন!
এর যদিও কিছু উপকারি দিক আছে, কিন্তু এর ক্ষতিকর দিকটাই বেশি।
যাইহোক, চলেন এবার আপনার প্রশ্নে ফিরে যাই….
আপনার যোনিতে মুখ দেওয়ায় কি আপনার স্বামীর কোন ক্ষতি হবে?
অবশ্যই ক্ষতি হবে!
ক্ষতি হবেই বা না কেন? আপনার যৌনি এমন একটা জায়গা যেখানে প্রায় সারাক্ষণই বিভিন্ন ধরনের জীবানু এবং ব্যাকটেরিয়া ঘুরাঘুরি করে।
আপনি যখন পস্রাব বা পায়খানা করেন, তখন বেশ কিছু ব্যাকটেরিয়া আপনার যৌনিপথে আটকে থাকে। অনেকসময় খুব ভালো করে পরিস্কার করার পরও এগুলি থেকে যায়।
আর, রাতে যখন আপনার স্বামী আপনার যৌনিতে মুখ দেয় (আমার নিজের ভাবতেও ঘেন্না লাগছে), তখন এইসব জীবাণু তার মুখ ও শরীরে মারাত্মক ভাবে ইনফেকশন করে।
চিকিৎসা বিজ্ঞানের মতে, যদি কেউ প্রোটেকশন ছাড়া তার স্ত্রীর যৌনিতে মুখ দেয়, তবে নিচের রোগগুলো হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে:
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV): ওরাল সেক্সের মাধ্যমে HPV সংক্রমণ হতে পারে, যা মুখগহ্বর এবং গলার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
হের্পিস (Herpes): হের্পিস সিমপ্লেক্স ভাইরাস (HSV) ওরাল সেক্সের মাধ্যমে সংক্রমিত হতে পারে। এটি ঠোঁট বা মুখের আশেপাশে বেদনাদায়ক ফুসকুড়ি সৃষ্টি করতে পারে।
গনোরিয়া (Gonorrhea): ওরাল সেক্সের মাধ্যমে গনোরিয়া সংক্রমণ হতে পারে, যা গলা বা টনসিলের সংক্রমণ ঘটাতে পারে।
ক্ল্যামিডিয়া (Chlamydia): ওরাল সেক্সের মাধ্যমে ক্ল্যামিডিয়া সংক্রমণ হতে পারে, যা গলার সংক্রমণ সৃষ্টি করতে পারে।সি
ফিলিস (Syphilis): সিফিলিস ওরাল সেক্সের মাধ্যমে সংক্রমিত হতে পারে এবং এটি মুখে বা গলায় ক্ষত সৃষ্টি করতে পারে।এ
ইচআইভি (HIV): যদিও ওরাল সেক্সের মাধ্যমে এইচআইভি সংক্রমণের ঝুঁকি কম, তবুও এটি সম্ভব।হে
পাটাইটিস বি এবং সি (Hepatitis B and C): ওরাল সেক্সের মাধ্যমে হেপাটাইটিস সংক্রমণের ঝুঁকি থাকে, বিশেষ করে যদি মিউকোসাল মেমব্রেনে ক্ষত থাকে।
তাছাড়া আপনি যদি ধর্ম মানেন, বা আপনি যদি ধার্মিক হন, তবে আপনার স্বামী কে এটা থেকে নিষেধ করা আপনার অবশ্য কর্তব্য।
আচ্ছা, তাহলে এই সমন্ধে ইসলাম কি বলে?
প্রথমত, ইসলামে এটা নিয়ে কোন ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
আমার জানা মতে, কোরআন হাদিসের কোন জায়গায় স্পষ্টভাবে বলা হয় নাই যে তোমরা তোমাদের স্ত্রীদের যৌনাঙ্গে মুখ দিও না। শুধুমাত্র অ্যানাল সেক্স অর্থাৎ পায়ুপথে সেক্স করাকে নিষিদ্ধ করা হয়েছে।
কিন্তু তাই বলে যে আপনি আপনার স্বামী কে আপনার যৌনাঙ্গ চুষতে দিবেন, সেটাও একপ্রকার যুক্তির বাহিরে।
আরে বোন, কমনসেন্স বলে একটা কথা আছে!
তাছাড়া, আপনি কি এমন একটা যায়গায় আপনার মুখ বা জিব্বা লাগাবেন যেখানে অনবরত ময়লা, আবর্জনা বা ব্যাকটেরিয়া সংক্রমণ ছড়ায়?
এটা মানুষের রুচিতে যায় কিভাবে, এটা তো আমার মাথায়-ই আসে না।
যাইহোক, অনেক কথাই বললাম! এখন আপনি আমার কথা মানেন বা না মানেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছে।
তবে আমি আপনার জায়গায় হলে ওই লোককে পিটিয়ে আধমরা করে দিতাম।