সমস্যাটা একটু খুলে বলি : আমার বউ সবসময় আমাকে নিয়ে সন্দেহ করে - বাইরে বেশিক্ষণ থাকলেও কি করলাম কোথায় গেছিলাম কোনো মেয়ে ছিলো কিনা ইত্যাদি নিয়ে কথা বলবে।
এক কথা যদি বাইরে নাই যায় তাহলেই তার ভালো।
আমাদের প্রেম করে পালিয়ে বিয়ে তাই দুজনেই বয়সে ছোট। তার সবে মাত্র ১৮ আমার ২২ বছর। এখনও আমব ছাত্র পড়ালেখা চলছে।
আমি যদি ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকি তাহলেই সে বলবে ফেসবুকে কেনো ঢুকলা ফেসবুকে কে আছে তুমি এত ফেসবুক চালাও কেন।ফেসবুক চালানো যাবে না, টিকটক দেখা যাবে না, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া যাবে না, কোনো কষ্টের গান শোনা যাবে না শুনলেই বলবে এই গান কেনো শুনছো কে কষ্ট দিলো আরও অনেক কিছু।
অনেক সময় আমি কোনো মেয়ের সাথে মেসেজ করছি কিনা লুকিয়ে দেখে। আবার যদি মেসেজ না পায় ভাববে আমি মেসেজ করে ডিলিট করে দিয়েছি।
ভার্সিটি পরীক্ষায় গেলে বলবে তোমার পাশে যদি কোনো মেয়ে বসে তো কে বসছে দেখবাও না কথাও বলবা না। তো গত পরীক্ষায় সবার বেঞ্চে মেয়ে বসলেও আমার পাশে একটা মেয়ের সিট ছিল কিন্তু সে অনুপস্থিত।
এসে বললে সে বিশ্বাস করে না। কসম করা মাথায় হাত দিয়ে বলা লাগে।
বাইরে একটু মোবাইল নিয়ে গেলে মনে করে কোনো মেয়ের সাথে কথা বলে আসলাম। যদি সে মায়ের বাড়ি থাকে তাহলে কোথায় আছি কি করছি তাকে প্রমাণ দিতে হবে। হুটহাট করে ভিডিও কল দিবে। তাও বিশ্বাস করবে না।
শ্বশুরবাড়িতে গেলেই সে আগে জিঙ্গেস করবে কি কি করেছি। কারো সাথে কথা বলেছো কিনা। কোনো মেয়ে মেসেজ দিছে কিনা। আরো অনেক কিছু।
বিষয়টা সবার কাছে মনে হতে পারে বউ অনেক ভালোবাসে বলে এমন করে। আমি জানি এমং মানিও সে আমায় প্রচন্ড ভালোবাসে।
এবং তার এমন আচরণ প্রথম প্রথম আমি উপভোগ করতাম। ভালোই লাগতো নিজের বউ এত কেয়ার করে দেখে রাখে। কিন্তু এটা দিন দিন বেড়েই চলেছে। আরও প্রচন্ড রকমের বেড়েছে যা করবো না সেটা ভেবে বসে থাকবে।
প্রতিদিন কোনো না কোনো কথা বলবেই যেটা অহেতুক, যেটা আমি করিনি। একারণে আমাদের সাংসারিক জীবনে কলহল লেগেই থাকে প্রায়।
এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে।