ছোট খাটো ব্যাপার নিয়েও অনেক মন খারাপ হয়।
যেমন ও আমকে এটা বলতে পারলো? আমার সাথে এমন করতে পারল? বিষয় টা হয়তো খুবই ছোট ... কিন্তু তাও আমি মানতেই পারি না।
শুধু যে মন খারাপ হয় না টা কিছুই খাইতে পারি না। মনে হয় গলায় আটকে যাচ্ছে। বুকের মধ্যে কেমন অসহ্য যন্ত্রণা করে। সবসময় মাথায় এইসব ই ঘুরতে থাকে। নিজেকে তখন খুবই মূল্যহীন মনে হয়।
মনে হয় কাছের সবার থেকে অনেক দুরে কোথাও চলে যাই। কিন্তু পরিবার ছেড়ে কোথায় আর যাব! জায়গা কোথায়?
ভাবছি একজন মানসিক ডাক্তার দেখায় তাতে যদি কষ্টটা কিছুটা কম অনুভব করি। ঢাকার মধ্যে ভালো কিছু মানসিক ডাক্তার এর পরামর্শ দিন
ধন্যবাদ।🙃