তারা বোকা না তারা ছিলো জাতির শ্রেষ্ঠ সন্তান তারা প্রতিদান বা কোনো লোভের জন্য বা পদ পদবীর জন্য যায় নাই এজন্য মৃত্যু হতে পারে জেনেও গিয়েছে শুধু দেশের মানুষের জন্য।
সবাই তাদের মনে না রাখলেও এই জমিনের অনেকেই তাদের জন্য কান্না করেছে, ভবিষ্যতে নাম ধরে ধরে না বলতে পারলেও অনেকে তাদের কথা বলবে ২৪ এর ইতিহাস মুছে যাবে না।
যারা গান দিয়ে ছবি দিচ্ছে এরা বাপের কোলে থাকা আরাম আয়েশের পোলাপান, বাস্তবতা এদের সোশ্যাল মিডিয়ায় মোড়া। যেখানে বুড়া বুড়া বুদ্ধিজীবী সেলিব্রেটিরাই চুপ সেখানে এদের আর কি বলবেন।
রত্মের মূল্য এরা বুঝে? এদের সাইকোলজি অমুক মরছে আমার কি? এরা সেদিন বুঝবে যেদিন নিজের ঘরের কেউ চলে যাবে চিরতরে।
পরিবারও ভুলে যায় একসময় আমি এমন অনেক কবর দেখছি চিহ্ন নাই অথচ তারাও তো ছিলো।
আমার শহিদ ভাইদের অন্তত এমন হবে না আল্লাহ তায়ালার কাছে তারা ভালো থাকবে। জমিনের মানুষও মনে রাখবে। সবাই রাখবে এমন না। এইযে অপরিচিতরাও মনে রাখবে দুয়া করবে এটাই কম কিসের ভাই।
সমাজের সব বিবেকবান হইলে আজ কি আমরা এত মৃত্যু দেখতাম? আবর্জনা রা থাকবেই তাই না!