আমার মত জঘন্য মানুষ মনে হয় আর নাই। ক্লাস ৬ থেকে আজ পর্যন্ত হস্তমৈথুন করে আসছি। এমনও দিন গেছে, ৩-৪ বার ও করছি! মানে যতক্ষন না মনের ক্ষুধা মিটেছে ততক্ষন করেছি!
আর এখন সপ্তাহে একবারও করতে মন ছায় না! লিঙ্গ সারাক্ষন শুয়ে থাকে, পর্ণ ভিডিও দেখেও উত্তেজনা আসে না। বলতে গেলে আমার জীবনটা পুরটাই শেষ, অথচ বয়স চলে মাত্র ২৩।
আমি কি করবো কিছুই বুঝতেছিনা। মনে চায় গলায় ফাঁস দিয়ে মরে যাই আর নয়ত কোন জঙ্গলে চলে গিয়ে একেবারে খোদার ইবাদতে মগ্ন হই 😭
কারন আমার দ্বারা বিয়ে করা সম্ভব না, করলেও হয়ত স্ত্রী কয়েকদিন পরেই চলে যাবে। আর সমাজে লোকজন আমারে হিজরা বলে ডাকবে। আমি পারবো না সইতে এগুলা 😭😑
এখন আমার কি করা উচিত? আধো হস্তমইথুনের দ্বারা হওয়া ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব? নাকি আজীবন এমনই থাকব?