প্রথম কথা হল এটা একটা রোগ!
যদি দেখেন আপনার লিঙ্গের সাইজ Significantly কমে যাচ্ছে, তাইলে দ্রুত আপনার নিকটস্থ যেকোনো Sexual Doctor এর সাথে কথা বলুন।
সাধারণত এই সমস্যার বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম হলঃ
হরমোনাল পরিবর্তন: বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের শরীরের হরমোনের মাত্রা ব্যাপক ভাবে পরিবর্তিত হয়, যা অনেক সময় লিঙ্গের আকারে প্রভাব ফেলে।
পেইরোনিস ডিজিজ: এই রোগটি খুবই রেয়ার একটা রোগ এবং প্রতি ১০০ জনের মধ্যে ০.২০% লোকের এই রোগ হওয়ার সম্বভাবনা থাকে। যাদের এই রোগ হয়, তাদের লিঙ্গের মধ্যে মুলত এক ধরনের ফাইব্রাস টিস্যু জমা হয়ে লিঙ্গের আকার পরিবর্তন করে।
সারকুলেশন সমস্যা: এটাই হল মূল সমস্যা। যদি আপনার লিঙ্গে রক্ত সঞ্চালন সংক্রান্ত কোন সমস্যা থাকে, তাইলে আপনার লিঙ্গের আকার ধিরে ধিরে কমতে থাকবে। তাছাড়া আপনার যদি Sigarate বা Alchohol জাতীয় কোন কিছু খাওয়ার অভ্যাস থাকে, তাহেলও এই সমস্যাটা হবে।
ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস: আবার অনেক সময় শরীরের ওজন বৃদ্ধি বা হ্রাস হলে লিঙ্গের আকারে পরিবর্তন দেখা যায়, কারণ শরীরের চর্বি বন্টন লিঙ্গের আকারকে প্রভাবিত করে।
মেডিকেল কন্ডিশন: অন্যদিকে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অন্য কোন দীর্ঘস্থায়ী রোগ থাকলেও লিঙ্গের আকারে প্রভাব পড়তে পারে।
যেটাই হোক, এই মুহূর্তে আপনার অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসক আপনাকে বিভিন্ন পরিক্ষা-নিরিক্ষা দিবে এবং সঠিক কারণ নির্ণয় করতে সাহায্য করবেন এবং এরপর প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করবেন।